Web Summit

Web Summit

অনুষ্ঠিত হলো ২০২২ সালের ওয়েব হোস্টিং সামিট।

দেশের ওয়েব হোস্টিং ইন্ডাস্ট্রির সার্বিক উন্নয়নের লক্ষ্যে ‘ওয়েব হোস্টিং ইন্ডাস্ট্রি সামিট-২০২২' অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ” হোটেল ৭১ ”- এ ১২ মার্চ, ২০২২ ইং তারিখ শনিবার সামিটটি অনুষ্ঠিত হয়।

দেশের ওয়েব হোস্টিং কোম্পানিগুলোর মধ্যে পারস্পরিক সুসম্পর্ক এবং সমঝোতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের ওয়েব হোস্টিং ইন্ডাস্ট্রির সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে সামিট টি অনুষ্ঠিত হয়। সামিটের মূল উদ্দেশ্য ছিল প্রতিটি কোম্পানীর মধ্যে পারস্পরিক সহযোগীতা এবং সুসম্পর্ক স্থাপন।

অনুষ্ঠানটিতে বাংলাদেশের ২৫ টির বেশি শীর্ষ ওয়েব হোস্টিং কোম্পানি অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তথ্যপ্রযুক্তিবিদ, আলফা নেট এর প্রতিষ্ঠাতা এবং সিনারিস ওয়েব সার্ভিসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু সুফিয়ান হায়দার। অনুষ্ঠানটি পরিচালনা করেন আলফা নেটের প্রধান নির্বাহী কর্মকর্তা একরামুল হায়দার। এটি ছিল পঞ্চম ওয়েব হোস্টিং সামিট। বাংলাদেশের অন্যতম হোস্টিং কোম্পানি আলফা নেটের উদ্যোগে এ বারের সামিট টি আয়োজিত হয়। সামিটে বাংলাদেশের ওয়েব হোস্টিং ইন্ড্রাস্ট্রির বিবিধ সমস্যা ও সম্ভাব্য সমাধানের বিষয়ে কথা বলেন বিভিন্ন হোস্টিং কোম্পানির নিতীনির্ধারকগণ এবং পরিশেষে তারা সবাই দেশের ওয়েব হোস্টিং ইন্ডাস্ট্রির বিদ্যামান সমস্যা গুলো সমাধান এবং সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে একমতে উপনীত হন। আলোচনা পর্ব শেষে এক আড়ম্বরপূর্ণ মধ্যাহ্নভোজনের মাধ্যমে এবারের ওয়েব হোস্টিং সামিটের সমাপ্তি হয়।

Recent Covarage

APNIC 54
APNIC 54
15 September 2022
Bogura Office
Bogura Office
01 September 2022
BASIS Award
BASIS Award
21 January 2021
TechBehemoths
TechBehemoths
06 October 2022
CSE Conference
CSE Conference
12 January 2022