BASIS Award

BASIS Award

বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২০ পেলো আলফা নেট!

গত ১৭ ই অক্টোবর (শনিবার) ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস)' এর উদ্যোগে ৬ষ্ঠ বারের মতো ‘বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২০’ অনুষ্ঠিত হয় Hotel Radisson Blu Garden এ। 

‘বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২০’ এ আউটসোর্সিং প্রতিষ্ঠান বিভাগে ৭টি, স্টার্টআপ বিভাগে ৭টি, এক্সপোর্ট এক্সিলেন্স বিভাগে ১৬টি, জেলা পর্যায়ে ৫৪টি এবং ব্যক্তি নারী বিভাগে ৩টি পুরস্কারসহ সর্বমোট ৮৭টি অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়্যারম্যান এ কে এম রহমতুল্লাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ‘বেসিস’ সভাপতি সৈয়দ আলমাস কবীর।

উক্ত আয়োজনে আলফা নেট কোম্পানি ক্যাটাগরিতে ‘বেষ্ট আউটসোর্সিং’ কোম্পানি হিসাবে নির্বাচিত হয়।

২০১৮ এবং ২০১৯ অর্থবছরে বাংলাদেশের ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ খাত থেকে রপ্তানি এর মাধ্যমে দেশের অর্থনিতিতে যে সকল কোম্পানি উল্লেখযোগ্য অবদান রেখেছে তাদেরকে উৎসাহ এবং স্বীকৃতি দিতে ‘বেসিস’ এর এই আয়োজন ।

উক্ত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘বেষ্ট আউটসোর্সিং’ অ্যাওয়ার্ড গ্রহন করেন আলফা নেট এর বাংলাদেশ রিজিওন এর সি, ই, ও মোঃ একরামুল হায়দার।

এ প্রসঙ্গে মোঃ একরামুল হায়দার বলেন “এই প্রাপ্তি শুধু মাত্র আলফা নেট এর নয়, এই প্রাপ্তি আলফা নেট এর সকল শুভানুধ্যায়ী এবং সম্মানিত গ্রাহকদের যারা আমাদের সঙ্গে ছিলেন এবং আছেন । ইনশা আল্লাহ, বাংলাদেশ সরকারের ICT খাতে রপ্তানীর যে লক্ষমাত্রা তা আমরা খুব শ্রীঘ্রই অর্জন করতে পারবো।”

এক আড়ম্বর পূর্ন রাতের খাবার এবং সংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

Recent Covarage

APNIC 54
APNIC 54
15 September 2022
Bogura Office
Bogura Office
01 September 2022
Web Summit
Web Summit
12 March 2022
TechBehemoths
TechBehemoths
06 October 2022
CSE Conference
CSE Conference
12 January 2022