Bogura Office

Bogura Office

আলফা নেট এর বগুড়া অফিস এর ৭ম বর্ষপূর্তি উদযাপন।

গত ১লা সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে আলফা নেট বগুড়া অফিসের ৭ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফরিদ হায়দার, (উপদেষ্ঠা - আলফা নেট)।

আলফা নেট এর বগুড়া অফিস ৭ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফা নেট এর সি টি ও জনাব মোঃ এশাম হায়দার, মোঃ- মিজানুর রহমান এবং মোছাঃ- মৌসূমী খাতুন (ইন্সট্রাক্টর - বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট)।

এছাড়াও আলফা নেট বগুড়া ব্রাঞ্চ এর সকল কর্মকর্তা এবং কর্মচারীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন আলফা নেট বাংলাদেশের এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ একরামুল হায়দার।

এ সময় তিনি বলেন, বগুড়া অফিসের ৭ বছর সাফল্যের সাথে উপনীত হওয়াটা সহজ ছিলনা। এই দীর্ঘ পথ অতিক্রম করতে সক্ষম হওয়ার জন্য আমি মহান আল্লাহ তালার কাছে কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, বগুড়া অফিসের দীর্ঘ পথচলায় আমার সাথে থাকা সকল কর্মকর্তা, কর্মচারী, গ্রাহক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি যে, বগুড়া অফিসের চলার পথ সুদীর্ঘ হবে আরও বহু বছর, ইনশাল্লাহ।

এছাড়াও অনুষ্ঠানটিতে বিভিন্ন ধরণের ক্রীড়া প্রতিযোগিতা যেমন ছেলেদের জন্য পবিত্র কোরআন তেলাওয়াত, মেয়েদের জন্য বালিশ খেলা এবং ছোট্ট সোনামণিদের জন্য মজাদার খেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলেই প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠান এবং এক আরম্ভরপূর্ণ মধ্যাহ্নভোজের মাধ্যমে আলফা নেট এর বগুড়া অফিস ৭ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

Recent Covarage

APNIC 54
APNIC 54
15 September 2022
Web Summit
Web Summit
12 March 2022
BASIS Award
BASIS Award
21 January 2021
TechBehemoths
TechBehemoths
06 October 2022
CSE Conference
CSE Conference
12 January 2022