Alpha Net Team has joined in International Summit in Grand Hyatt Singapore
গত ৮ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর ২০২২ ইং পর্যন্ত গ্র্যান্ড হায়াত সিঙ্গাপুরে (Grand Hyatt Singapore) অনুষ্ঠিত হয়েছে APNIC 54 আন্তর্জাতিক সম্মেলন।
প্রতিবারের মত এবারও সম্মেলনটি ছিলো বিশ্বের ইন্টারনেট প্রযুক্তিতে বিশেষজ্ঞদের একটি আন্তর্জাতিক মিলনায়তন। যেখানে বিশ্বের সেরা ইন্টারনেট প্রকৌশলী, অপারেটর, গবেষক, পরিষেবা প্রদানকারী এবং ব্যবহারকারীরা বিভিন্ন দেশ থেকে তাদের নিজস্ব নেটওয়ার্কিং সিস্টেম সকলের মাঝে উপস্থাপন করতে এবং ইন্টারনেট পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্ঞান সারাবিশ্বে ছড়িয়ে দিতে সম্মেলনে অংশগ্রহন করেন।
এই বিশাল সম্মেলনে ২য় বারেরমত অংশগ্রহন করেন Alpha Net এর নির্বাহী কর্মকর্তাগণ।
উক্ত সম্মেলনটির আয়োজক ছিলেন The Regional Internet Registry for the Asia Pacific, APNIC এবং এর পাশাপাশি যোগদান করেছেন APrIGF এবং APSIG.
সম্মিলিত অনুষ্ঠানটি ৮ দিনের শীর্ষ সম্মেলন (৮ - ১৫ সেপ্টেম্বর), যার মধ্যে ছিল Training Workshop এবং Seminar যা ছিল সারা বিশ্ব থেকে শত শত প্রতিনিধি এবং বক্তাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।
প্রযুক্তিগত Workshops এ অংশগ্রহণকারীদের ইন্টারনেট অবকাঠামো নির্মাণ ও পরিচালনার জন্য হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া IPv6, Networking এবং Security এর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রযুক্তিগত আলোচনা করা হয়।
১৫ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে APNIC 54 সম্মেলনের সমাপ্তী হয়।